Black Flatlay Photo Motivational Finance Quote Facebook Cover

Plan like a king! Employability Skills Fact!

  • আপনার জীবনে অনেক ব্যর্থতা!
  • আপনার চাকরি হচ্ছে না!
  • আপনাকে সাহায্য করার কেউ নাই!
  • আপনার বেতন খুবই কম!
  • ডিগ্রি পেয়ে লাভ কি হল, চাকরি তো পাইনা!
এই সকল কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে কি হবে?
সবাই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে?
কেউ আসবে না। বেশি হলে একটা ইমোজি দিবে আর একটু বেশি হলে কমেন্ট করবে। আপনারটা আপনারই সমাধান করতে হবে। কিন্তু প্রশ্ন হলো কি সমাধান করবেন? আগে সমস্যাটা তো নির্ধারণ করতে হবে! ধরুন এই মুহূর্তে –
  • আপনার চাকরি চাই।
  • ভালো বেতন চাই।
  • একটা ফ্ল্যাট কিনতে চাই।
  • একটা গাড়ি কিনতে চাই।
  • এসি রুম চাই।
  • সোশাল মিডিয়াতে লক্ষাধিক লাইক চাই। আরো কত কি!

আমারও এই সব কিছুর চাহিদা ছিল, আছে এবং থাকবে। কিন্তু অভিজ্ঞরা বলেন জীবনে অগ্রাধিকার সেট করতে পারা সবচেয়ে বড় সক্ষমতা। কারণ একসাথে সবকিছু অর্জন করা যায় না। একদিনে সবকিছু ভেঙে যেতে পারে কিন্তু গড়া যাবে না। বাংলাদেশের যেকোনো প্রফেশনালকে জিজ্ঞেস করুন। তাদের কারোই সহজে কোনো কিছু অর্জিত হয়নি।

তবে হ্যাঁ কত দ্রুত অর্জন করবেন, তার একটা টার্গেট থাকতে পারে। যেমনঃ
  • একবছরের মধ্যে চাকরি চাই।
  • ক্যারিয়াররের মূল সড়কে উঠতে চাই।
  • ৫ বছরের মধ্যে ৬ ডিজিটেরের ইনকাম করতে চাই।

এই লক্ষ অর্জনে জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক এবং অভিজ্ঞতার ছক একে ফেলুন এবং বারবার আপডেট করুন।

রাজার মতো আচরণ করুন। নিজের সুখের কথা শেয়ার করুন। দুঃখের কথা নয়। একটা দুঃখকে জয় করে তারপর সেই জয়ের গল্প বলুন সবাইকে অনুপ্রাণিত করতে।

———————————————————————

Follow me here Facebook | YouTube | LinkedIn

Add a Comment

Your email address will not be published. Required fields are marked*