সবাই কাজ খুঁজছে, কাজ করছে এবং করতেই থাকবে। এটাই জগতের নিয়ম। এরই মধ্যে কেউ কাজ পাবে কেউবা অপেক্ষায় থাকবে। অনেকেই নির্দিষ্ট সময়ের আগেই কাঙ্খিত কাজ পেয়ে যাবেন। ক্যারিয়ারে গিফ্ট বা উপহার বলে কোন শব্দ নেই এবং পৃথিবীর কোথাও এর প্রচলনও নেই। কারো সমস্যার সাথে নিজের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা এবং আচরন মেলাতে পারলেই কাঙ্খিত কাজের সন্ধান মিলে যায়। এজন্য কার কি সমস্যা সেটি জানা যেমন প্রয়োজন (কাজ প্রত্যাশীর দায়িত্ব) তেমনি যার সমস্যা তার কাছে কাজ প্রত্যাশীর জ্ঞান, দক্ষতা এবং আচরনের খবরটিও পৌছানো দরকার (কাজ প্রত্যাশীর স্ব প্রচারনা)।
আমরা প্রায়ই একটি ভুল করে ফেলি। আমরা যারা কাজ খুঁজছি তারা নিজেদের বর্তমান সমস্যার কথা অকপটে নির্ধিধায় বলে ফেলি যা একজন কাজদাতা কখনও করেন না। কাজদাতার অসংখ্য সমস্যা যেমন তিনি হয়তো ঠিকভাবে তার-
- প্রতিষ্ঠানকে প্রচার করতে পারছেন না
- শ্রমিকদের ব্যবস্থাপনা করতে পারছেন
- পন্য বিক্রয় করতে পারছেন না
- পন্য বা সেবা বিপনন হচ্ছে না
- মানব সম্পদ উন্নয়ন হচ্ছে না
- প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে না
- সিস্টেমকে উন্নয়ন করতে পারছেন না
- আর্থিক ব্যবস্থাপনা ঠিকভাবে হচ্ছে না
- স্বপ্নকে বাস্তব রুপ দিতে ব্যর্থ হচ্ছেন।
- পন্য বা সেবা প্রস্তুত করতে পারছেন না
- সাপ্লাই চেইন ঠিকভাবে চলছে না।
এরকম আরো কত শত সমস্যার ভেতর দিয়ে একজন কাজদাতা প্রতিদিন যাচ্ছেন কিন্তু কাউকে তিনি বুঝতে দিচ্ছেন না। এমন একটি রুপ ধারন করে আছেন যে তার প্রয়োজনের চেয়ে কাজ প্রত্যাশীর প্রয়োজন বেশী। কাজদাতারা যেহেতু নিজেই নিজেদের সমস্যার সমাধান করতে পারছেন না তাই তারা হন্যে হয়ে খোঁজার চেষ্টা করেন কে আছে যে তাদের সমস্যার সমাধান করে দেবে। আশাকরি এ পর্যন্ত যা লিখেছি তার মাধ্যমে পরিষ্কার হয়েছে যে কেন কাজ খুঁজতে গিয়ে নিজেদের সমস্যা বা অভাবের কথা বলবো না। কাজ প্রত্যাশী হিসেবে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন সমস্যাটির সহজ সমাধান দিতে পারবেন এবং সে অনুযায়ী নিজেকে প্রচার করুন। দেখবেন কাজদাতারা আপনার পেছনে লাইন ধরে বসে আছেন এবং আপনি ঠিক করতে পারছেন না কার সাথে চুক্তিতে আবদ্ধ হবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনভাবেই যেন অহংকার, আত্মগর্ব বা সমালোচনায় নিজেকে জড়িয়ে না ফেলেন। কারন এ ধরনের শব্দের কাছে হিমালয়ও পানির মতো নরম।
_____ _____ ______ _____ _____ _____ _______
লেখক: কে এম হাসান রিপন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (বিএসডিআই) | ইমেইল: [email protected]
এই না গুলোর মধ্যেই লুকিয়ে আছে, আমার যত সম্ভাবনা। আপনাদের থেকে শিখেছি বলেই, জব এর জন্য কাউকে পরিচিত হবার সাথে সাথেই মেসেজ করি না। এমন কি জব চেয়ে পোস্ট ও করি না। গত ছয় মাস ধরে নিজের ব্র্যান্ড নিয়েই কাজ করছি। দেখা যাক কি হয়?
Dear sir ,
Hope you are well & fine.
1) Can’t develop system
2) Financial management is not going well.
3)Failing to make dreams come true.
So please help me about this issue.