সুসম্পর্কের একটি শক্তি বা এক ধরনের ক্ষমতা আছে, যখন থেকে এটি অনুভব করা যায় সেই মুহুর্ত থেকে আর পেছনে ফিরে তাকাবার অবকাশ থাকে না। শুধুই সামনের দিকে এগিয়ে চলা। সুসম্পর্ক তৈরি এবং স্থায়ীত্বের জন্য প্রয়োজনীয় উপাদান সমূহঃ
১. প্রয়োজনে “দয়া করে” (Please), দুঃখিত (Sorry) বা ধন্যবাদ (Thanks) বলতে পারা (Say Sorry or Please or Thank you when needed)
২. দক্ষতা শেয়ার করা (Share your Skills with your peers)
৩. উইন-উইন রিলেশন (Think about WIN-WIN relationship)
৪. ভালো শ্রোতা (Be an active listener)
৫. প্রশংসা করা যেখানে প্রয়োজন (Don’t hasitate to Appreciated)
৬. ক্রেডিট প্রদান করা যার প্রাপ্য (Give creadit when it is due)
৭. ভুল স্বীকার করা যদি কেউ ধরিয়ে দেয় (Admit Mistakes)
৮. সকল মানুষের সাথে সমান আচরন করা (Treat all people equally)
৯. গোপনীয়তা বজায় রাখা (Maintain Confidentiality)
১০. ইতিবাচক কথা বলা (Speak positively)
উপরের ১০টি বিষয় স্মরনে থাকলে সুসম্পর্ক শুধু তৈরিই হবে না বরং স্থায়ীত্ব হবে যা আপনার ক্যারিয়ারকে মজবুত করবে, দীর্ঘ করবে ইনশাআল্লাহ।
অনুশীলনে সবই সম্ভব | Practice makes everything perfect
লেখক: কে এম হাসান রিপন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট
Thank you sir