Brown Simple Grow Your Business YouTube Channel Art (5)

জীবন থেকে নেয়া উপলব্ধি

My Observation 200: “আপনি নিজেকে অনুপ্রাণিত না করলে কেউ আপনাকে অনুপ্রাণিত করতে পারবে না।” 

My Observation 199: ”অহংকার” আপনাকে ধ্বংস করে দেবে! ”শুরুতেই নেতিবাচক” আপনাকে সবার কাছ থেকে দুরে সরিয়ে রাখবে।

My Observation 198: স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? স্বপ্ন যদি পরিমাপযোগ্য না হয় তাহলে সেটা রাতের বিনোদন ছাড়া আর কিছুই না। আমরা অনেকেই আছি হাজার হাজার স্বপ্ন দেখি কিন্তু সেগুলোকে বাস্তবায়ন করতে পারি না। কারন আমাদের অনেকের স্বপ্নই পরিমাপযোগ্য নয়। 

My Observation 197: আমার সাথে যারা কাজ করেন তারা জানেন আমি সবসময় ছোটো হোক বা বড়, যেকোনো সাফল্য উদযাপন করি। টং দোকানের এক কাপ চা যথেষ্ট। কেউ সাথে থাকলে তাকে নিয়ে করি, একা হলে একাই করি। ছোটো ছোটো মুহূর্তকে উদযাপন করা অনেক গুরুত্বপূর্ণ। আমি বলি The Power of Celebration. আপনারা শুরু করুন দেখবেন সহজ হয়ে যাবে যেকোনো অর্জন।

My Observation 196: Getting OLD is not a problem, Thinking OLD is a Problem.

My Observation 195: নিজের দেশকে ভালবাসা অত্যন্ত জরুরী। কিছু হলেই আমরা বলি এই দেশটা খারাপ। কিছু মানুষ খারাপ হতে পারে কিন্তু তাদের জন্য দেশ খারাপ হতে পারে না। আমার আপনার সৃষ্টিকর্তা পরিকল্পনা করেই এই দেশে আমাদের পাঠিয়েছেন। অতএব দেশকে ভালবাসা, সম্মান করা আমাদের দায়িত্ব। 

My Observation 194:

অলসতা আপনাকে অদক্ষ করে রাখবে!
অদক্ষতা আপনাকে অর্থহীন করে দেবে!
অর্থহীন জীবন আপনাকে বন্ধুহীন করে দেবে!
বন্ধুহীন জীবন আপনাকে অসুখী করে তুলবে!

My Observation 193: 

যারা ভাবছেন মেশিন/রোবট উন্নত হচ্ছে অতএব আর মানুষকে নিয়োগ করতে হবে না। রোবট দিয়ে অফিস চলবে, তাদের চিন্তাটা আরেকটু গভীর করতে হবে। মেশিন/রোবট তৈরি হচ্ছে আমাদের অনেক ছোটো ছোটো কাজকে সহজ এবং দ্রুত করার জন্য।
আর যারা ভাবছেন আমরা তো মানুষ আমাদের সরানো যাবে না তাদের উদ্দেশ্যে বলবো মস্তিষ্কের যথাযথ ব্যবহার নিশ্চিত করুন। অন্যথায় আপনার উদাসীনতার কারণে আপনি পিছিয়ে যাবেন। আর উদাসীন মানুষদের সাহায্য সময়ও করে না।

My Observation 192:

গ্রোথ মাইন্ডসেটের মানুষদের ধারনা হলো আজ এবং আগামীকালের মধ্যে পার্থক্য থাকবেই যেমন গতকাল এবং আজকের মধ্যে পার্থক্য আছে।
ফিক্সড মাইন্ডসেটের মানুষরা মনে করেন আজও যা কালও তাই থাকবে। এতো কষ্ট করে লাভ কি? আজাইরা পেচাল। খাও দাও ঘুমাও। পরিবর্তনের গান গাওয়া আর সময় নষ্ট করা একই কথা।
এই দুই গ্রুপের মানুষদের মাঝে আছে কমফোর্ট জোন! আর তাই গ্রোথ মাইন্ডসেটের মানুষরা ফিক্সড মাইন্ডসেটের মানুষ দ্বারা চাপে থাকবেই। তবুও তারা থামে না। পরিবর্তন করে ছাড়ে। তাদের জন্যই পৃথিবী আজ এ পর্যন্তু এসেছে।

My Observation 191:

সবাই অফিসে যোগ দিতে চাই কিন্তু এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে যার কয়েকটা আজকের ভিডিওটিতে উল্লেখ করলাম।
১. বারো রকমের মানসিকতা কে মোকাবিলা করতে হবে।
২. রিজেকশনকে ইতবিাচকভাবে দেখা এবং বিশ্বাস করা ক্যারিয়ারে রিজেকশনের পরিমান বেশী হবেই।
৩. যেকোন ডিল ক্লোজ হতে সময় নেয়। সে পর্যন্তু লেগে থাকা। হাল ছেড়ে না দিয়ে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করা।
৪. বিশ্বাস রাখা সুযোগ সবসময় বাইরে থাকে। তাই সারাদিন অফিসে বসে না থাকা।
৫. কৌশলী হয়ে যোগযোগ দক্ষতা নিশ্চিত করা। নিজেকে সর্বজ্ঞানী না ভাবা।
এই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে পারলে আপনার অফিস হবে আপনার জন্য সেকেন্ড হোম।

My Observation 190: আগে শেখো তারপর শেখাও, আগে জানো তারপর জানাও, আগে করো তারপর করাও।

My Observation 189: যখন প্রার্থনা/ইবাদত অভ্যাসে পরিণত হয়, সফলতাও তখন জীবনধারার একটি অংশ হয়ে যায়।

My Observation 188: প্রতিদিন ১৪৪০ মিনিট সময় পাই। এই সময়ে কেউ ১৪৪০টি সমস্যা খুঁজে পায়, কেউ ১৪৪০টি সুযোগ খুঁজে পায়। কেউ ঘুমিয়ে কাটায়, কেউ পরিশ্রম করে।

My Observation 187: কোনোদিন কোনো মানুষের কাছে কোনো কিছু প্রত্যাশা করবেন না, তাহলে আপনার হতাশা অনেক কমে যাবে। মনে রাখবেন চাইতে হবে শুধু সৃষ্টিকর্তার কাছে, লক্ষ্য থাকবে মানুষকে দেবার এবং মানসিকতা হতে হবে বুদ্ধি দিয়ে পরিশ্রম করার। 

My Observation 186: কোনোদিন কোনো মানুষের কাছে কোনো কিছু প্রত্যাশা করবেন না, তাহলে আপনার হতাশা অনেক কমে যাবে। মনে রাখবেন চাইতে হবে শুধু সৃষ্টিকর্তার কাছে, লক্ষ্য থাকবে মানুষকে দেবার এবং মানসিকতা হতে হবে বুদ্ধি দিয়ে পরিশ্রম করার। 

My Observation 185: সবাই জ্ঞানী, সবাই সব জানে! দক্ষতার জায়গায় সবাই চুপ! এজন্য সব থাকার পরও বেকারময় পৃথিবী।

My Observation 184: “তুমি যদি পরিবর্তনকে মানিয়ে নিতে না পারো তাহলে পরিবর্তন তোমাকে গিলে খেয়ে ফেলবে”

My Observation 183: সুযোগ আসছে না নাকি সুযোগকে চিনতে পারছিনা? সুযোগ তো বহুমুখী ও বহুরুপী। সুযোগ পৃথিবীর পরিবর্তনের সাথে রং পাল্টায়। একই সুযোগ ভিন্ন রূপে ভিন্ন পোশাকে আমাদের কাছে বারবার আসছে। কিন্তু আমরা তো পরিবর্তন কে গ্রহণ করতে উদাসীন। তাই হয়তো কাছেই থাকা সুযোগ ধরতে পারি না।

My Observation 182: যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন “ – কিছুই তো দেখি না, ছাই তো দুরের কথা। কেনো দেখতে পাই না জানেন, কেনো সুযোগের রাস্তায় হাঁটতে পারছি না জানেন? কারন আমরা কেউ “Opportunity Hunter” হয়ে সকাল বেলা ঘুম থেকে উঠে বাইরে যাই না। 

My Observation 181: মানুষকে সত্যিকার অর্থে সাহায্য করতে চাইলে তার তৈরি করা অনুমান ও অজুহাতকে চ্যালেঞ্জ করুন। এটা করতে গেলে প্রথম দিকে আপনাকে একটু কঠিন সময় পার করতে হতে পারে কিন্তু লেগে থাকলে একসময় মানুষ নিজেই বুঝতে পারবে। 

My Observation 180: চাকরি নাই! চাকরি চলে গেছে! হতাশায় ৩৬৫ দিন শেষ না করে ক্রিয়েটিভভাবে ৩৬৫ দিনকে কাজে লাগান! দেখবেন আপনি আর সুযোগ একসঙ্গে হাঁটছেন! 

My Observation 179: চাকরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অজুহাতকে ভেঙে সামনে এগিয়ে যাওয়া। প্রচণ্ড গরমে আপনার ইচ্ছে হবে বাইরে না গিয়ে অফিসেই থাকি সুযোগের অপেক্ষায়। কিন্তু বাস্তব সত্য হলো সুযোগ কখনো নিজ থেকে এগিয়ে আসে না। সুযোগকে বাইরে গিয়ে নিয়ে আসতে হয়। বাইরে গরম এই অজুহাতকে ভাঙতে না পারার কারণে অনেকে চাকরি পাচ্ছেন কিন্তু টিকিয়ে রাখতে পারছেন না। আমার কথা গুলো একটু চিন্তা করে দেখুন। অজুহাতকে দূরে রেখে বুদ্ধি দিয়ে ঘাম ঝরালে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবেই ইনশা আল্লাহ।

My Observation 178: আসলে সৃষ্টিকর্তা যখন আমাদের উপর রহমত বর্ষণ করেন তখন আমাদের মনে রাখা উচিৎ এই রহমত শুধু আমার একার জন্য নয়। বরং আমার মাধ্যমে আরো অনেকের জন্যও হতে পারে। সাহায্য করা মানে শুধু অর্থ সাহায্য নয়, আপনার জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা এমন কি আপনার হাসিও হতে পারে। আমাদের সমাজে Giving Power কে বৃদ্ধি করতে হবে। “Art of Giving” কালচারকে প্রতিষ্ঠিত করতে হবে।

My Observation 177: অযথা অন্যকে নিয়ে সমালোচনায় আপনি হবেন জিরো আর তিনি হবেন হিরো।

My Observation 176: My principle “I would perform more than I am paid for.”

My Observation 175: ১০০ থেকে কখনো শুরু করা যায় না, শুরু শূন্য থেকেই করতে হয়! আর ১০০ তে পৌঁছাতে প্রয়োজন হয় বুদ্ধির ও যুগের সাথে তাল মিলিয়ে পরিশ্রম। মানুষ সবসময়ই দক্ষতার উপর বিনিয়োগ করে, আইডিয়া বা সার্টিফিকেটের উপর নয়। 

My Observation 174: আপনি প্রায়শই হেরে যান কেনো জানেন? আপনি অধিকাংশ সময় হেরে যান কারণ বেশীর ভাগ সময়ে আপনি রেগে যান।

My Observation 173: একসাথে মিলে কাজ করলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। 

My Observation 172: দক্ষতা দেখাতে না পারলে চাকরি বা ব্যবসা হবে না। এটাই এখন বাস্তবতা। এই বিষয়টি অনেকেই বুঝে গেছেন আবার অনেকই বোঝার জন্য গবেষণা করছেন। যতো দ্রুত আমরা বুঝতে পারবো যে এখন সময় মুখস্থ বিদ্যার নয় বরং দক্ষতা প্রদর্শনের, তত দ্রুত বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে পারবো। 

My Observation 171: ক্লাসরুমে লেকচার আর মুখস্থ বিদ্যা, এই দুটোর যোগফল বেকারত্ব! 

My Observation 170: অনেকে চাকরিতে ঢুকতেই পারছেন না বা অন্য চাকরি খুঁজে পাচ্ছে না! অনেক প্রতিষ্ঠান উপরে উঠতে পারছেনা! বর্তমানের সাথে মিল রেখে কাজ করতে পারছেনা। কেনো জানেন? “জেনারেশন গ্যাপ”। যারা জেনারেশন গ্যাপকে পাত্তা দেয় না তারাই ক্ষতিগ্রস্ত। বহু প্রতিষ্ঠান, প্রফেশনাল হারিয়ে গেছে শুধুমাত্র এই ছোট্ট দুটি শব্দ “জেনারেশন গ্যাপ” কে মূল্য না দিতে পেরে। 

My Observation 169: আনন্দে থাকার মন্ত্র একটা: তুমিও জিতবে, আমিও জিতবো!

My Observation 168: আমার ব্যর্থতার জন্য আমিই দায়ী। কারন ৯০% কাজে, ধারণায়, উদ্যোগকে আমিই না বলে দুরে সরিয়ে দেই। 

My Observation 167: আনন্দ এবং কাজ যখন একসাথে চলে তখন এটাকে বলে প্রফেশনাল লাইফ। মানতে পারলে সামান্য স্ট্রেস, মানতে না পারলে ভরপুর স্ট্রেস। চাঁদও দেখবেন, ওপর প্রান্তে বসের কথাও শুনবেন। মন আর বস দুজনেই শান্ত।

My Observation 166: উন্নত দেশগুলো আমাদের দিকে তাকিয়ে আছে দক্ষ লোকের আশায়। শুধু জাপান, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে ২০৩০ সালের মধ্যে প্রয়োজন হবে ৪ কোটি দক্ষ মানুষ। এটা বাংলাদেশের জন্য সুযোগ। অতএব হতাশা চর্চা না করে দক্ষতা অর্জনে মনোনিবেশ করার সময় এখনই। 

My Observation 165: লীডারের দায়িত্ব কি? লীডারের দায়িত্ব হলো তারচেয়েও বড় নেতা তৈরি করা। 

My Observation 164: চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জন্য নিয়ে আসছে অফুরন্ত সম্ভাবনা, তরুণরা খুঁজে পাবে মেধা ভিত্তিক কাজ। অন্যদিকে আমাদের সামান্য উপেক্ষা ফেলে দেবে চ্যালেঞ্জের মুখে, বেকারত্ব বেড়ে যেতে পারে অনেকগুণ। অধিকাংশ ক্ষেত্রে পেশীশ্রমের ব্যবহার হয়তো নিকট ভবিষ্যতে খুঁজে পাওয়া যাবে না। 

My Observation 163: অন্যকে ছোটো করে নিজেকে বড় করা যায় না

My Observation 162: বেশি না ভেবে যে কাজ করতে ভালো লাগে সেটার উপর দক্ষতা অর্জন করুন। অতিরিক্ত বিশ্লেষণ বা চিন্তা আপনার মানসিক সুস্থতা নষ্ট করে দেবে। পরিকল্পনা যাই করেন, এখনই করতে হবে। আগামীকাল বলে কিছু নেই। বর্তমানের সাথে থাকুন, অতীত থেকে শিক্ষা নিন। আপনার কাঙ্খিত ভবিষ্যত আপনার কাছে আসবেই ইন শা আল্লাহ। 

My Observation 161: একটা প্রতিষ্ঠানের লীডার কেমন সেটা বোঝা যায় তার গেটম্যান বা অফিস স্টাফের আচরণ দেখে।

My Observation 160: আমরা প্রতিযোগিতায় নেমেছি এমন সব উদ্ভাবনে যা আমাদের মানব সম্পদের বিকল্প হিসেবে ধরা হচ্ছে। অথচ আমাদের এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করা উচিত যা মানুষকে আরো উপরে নিয়ে যাবে। 

My Observation 159: Aim for perfection in whatever you do, and good fortune will pursue you wherever you go. 

My Observation 158: Let your deeds reflect who you really are rather than just what you say. 

My Observation 157: Your path may be challenging, but keep in mind that you are formidable.

My Observation 156: Create a future for yourself that you’re excited about and committed to living out. 

My Observation 155: Don’t give up on your dreams; success comes to those who keep fighting for what they want. 

My Observation 154: Trust in the efficacy of your ideas; they can alter the course of history. 

My Observation 153: Accept the obstacles in your path and shape your own destiny. 

My Observation 152: “Let your hopes and aspirations carry you to greater heights of success.”

My Observation 151: “Success is not just accomplishing great things; it is about encouraging others to find their own.”

My Observation 150: সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের আবেগ বা ইমোশনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। অথবা আপনি কিছু মানুষকে চেনেন যারা আপনাকে আবেগ বা ইমোশনকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবেন। কিন্তু এই দুটোর কোনোটাই না করে আপনি যখন সিদ্ধান্ত নেন তাহলে নিশ্চিত থাকুন সেটি ভুল হবে। জীবনে একঘেয়েমি, ইরিটেশন বা অপ্রয়োজনীয় চ্যালেঞ্জ আসতেই পারে কিন্তু সেটাকে বিশ্লেষণ করার দক্ষতাও থাকতে হবে। আবেগী সিদ্ধান্ত সবসময়ই ভুল হবে। সেজন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) বলেছেন রাগ এবং খুশির সময়ে সিদ্ধান্ত নেবে না। নিজেকে সময় দিন এবং প্রতিনিয়ত নিজের আত্মমূল্যায়ন করুন।

My Observation 149: জটিলভাবে চিন্তা করলে পৃথিবীর সবকিছুই জটিল হতে বাধ্য। সরলভাবে চিন্তা করলে পৃথিবীর সবকিছুই সরল।

My Observation 148: প্রযুক্তির উন্নয়ন যতো হবে আমাদের সহনশীলতা (Resilience) ততই বাড়াতে হবে। সেজন্য সহনশীলতা (Resilience) একবিংশ শতাব্দীর অন্যতম প্রধান দক্ষতা। এই দক্ষতাকে মোটেও অবহেলা করা যাবে না। কারণ প্রতিনিয়ত প্রযুক্তি প্রসারের কারণে আমাদের মাঝে জটিলতা, অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। একজন সহনশীল ব্যক্তি (Resilient Person) কখনও ভেঙে পড়েন না। কারণ তার কাছে থাকে অসংখ্য বিকল্প পথ খোলা থাকে।

My Observation 147: ফিটনেস অত্যন্ত জরুরী কর্মক্ষেত্রের জন্য। যেমন জরুরী খেলোয়াড়দের মাঠে পারফরম্যান্স এর জন্য। ফজরের নামাজ পড়ে বেরিয়ে যান। এক ঘন্টা ওয়ার্কআউট করুন। তারপর ব্রেকফাস্ট করে কাজের খোঁজে নেমে যান। দেখবেন বিদ্যুতের গতিতে আপনার ব্রেন কাজ করছে।

My Observation 146: প্রেজেন্টেশন মানেই হলো “to convince” বা রাজি করানো বা সন্তুষ্ট করা। আর এর জন্য প্রয়োজন ধৈর্য, গবেষণা, শ্রবণ ক্ষমতা এবং যুক্তি। আমরা অনেকেই মনে করি এবং নিশ্চিন্তে থাকি যে আমার মনে হয় প্রেজেন্টেশন দিতে হবে না। কারণ আমি তো আর মার্কেটিং বা সেলস জব করি না। কিন্তু চিরন্তন সত্য হলো কর্মক্ষেত্রে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবেই। “যতো প্রেজেন্টেশন তো উন্নতি”। সহজ ভাষায় যে যতো বেশি মঞ্চে দাঁড়াবে, সে তত উপরে উঠবে।

My Observation 145: আজকে মনের কি অবস্থা? মন যদি ভালো না থাকে তাহলে সবার ভুল ধরায় ব্যস্ত হয়ে যাবেন। আপনার কাছে মনে হবে আপনি ছাড়া পৃথিবীর সবাই সবাই খারাপ, সবার কাজে ভুল হচ্ছে। এবং আপনার মাধ্যমেই শুরু হবে দলে বিভেদ। অতএব নিজের মনকে ইতিবাচক করুন, পুরো দুনিয়া ইতিবাচক হয়ে যাবে। নিজের সমালোচনা করুন।

My Observation 144: আপনি যখন কর্মক্ষেত্রে যোগ দিচ্ছেন তখন কর্মক্ষেত্র চায় আপনি যেনো ফিট থাকেন সব সময়। ঠিক যেমন খেলার আগে কোচ খেলা শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করেন। আপনি ফিট থাকলে কর্মক্ষেত্র একধরণের আত্মবিশ্বাস পায় যেকোনো প্রকল্পে আপনাকে যুক্ত করতে। অতএব ফিট থাকুন, উপরে উঠুন।

My Observation 143: অহংকার পতনের মূল কারণ। অতএব বলায়, লেখায় বা চলনে আমরা যেনো সংযত হতে পারি সেই দোয়া আমাদের সকলের করা উচিৎ।

My Observation 142: ভাইরাল হবার আকাঙ্ক্ষাও এক ধরণের নেশা। এই নেশায় আসক্ত হওয়ার পেছনে থাকে উস্কানি। অতিরিক্ত প্রশংসাও এক ধরণের উস্কানি। কেউ প্রশংসা করলেই মনে মনে বলবেন “সকল প্রশংসা মহান আল্লাহর”। শয়তান দৌড়ে পালাবে।

My Observation 141: আমরা যদি মুক্ত চিন্তা না করি, আমরা যদি পরিবর্তনের সাথে তাল মেলাতে না পারি, আমরা যদি নেতিবাচক দিকটা সবার আগে রাখি, তাহলে হয়তো ভবিষ্যতে বস হিসেবে আমরা রোবটকেই পাবো।

My Observation 140: ছোটবেলায় প্রতিদিন রাতে স্বপ্ন দেখতাম কালকে সকালে এমন কাজ করবো, বাংলাদেশ বদলে যাবে। আমার দাদা একদিন বললেন আগে নিজেরে বদলা। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখা।

My Observation 139: আমার অন্যতম প্রিয় মুহুর্তের মধ্যে একটি হলো যখন আমি ছাত্রছাত্রীদের সাথে বসি এবং তাদের সপ্নের কথা শুনি এবং আমার অভিজ্ঞতা দিয়ে সেটাকে মুড়িয়ে দেবার সুযোগ পাই। “The Power of a Student Life” যে ইতিবাচক দৃষ্টিতে বুঝতে পেরেছে তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

My Observation 138: বর্তমান সময়ে আত্মবিশ্বাস, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, নিজের সাথে নিজের প্রতিযোগিতা, ইতিবাচক মানসিকতা এবং সম্পর্ক উন্নয়ন অনেক গুরুত্বপূর্ণ। আর সাথে যদি কারিগরি দক্ষতা ও প্রযুক্তির জ্ঞান থাকে তাহলে আপনাকে রুখতে পারবে না কেউ। তবে বিষয়গুলো কিছুটা জটিল এবং সময় সাপেক্ষ। কোনো শর্টকাট নেই। লেগে থাকতে হবে আর অনুশীলনের মাধ্যমে অভ্যাসে পরিনত করতে হবে।

My Observation 137: বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সময় মাঝামাঝি পর্যায়ে এসে যদি ছাত্রছাত্রীরা বেশি বেশি করে যদি পার্ট টাইম কাজের জন্য ইন্টারভিউ দেয় তাহলে তাদের মধ্যে ভয় বা ভুল বলে কোনো শব্দ থাকবে না। যেকোন কর্মক্ষেত্র একজন প্রফেশনালের কাছে অন্তত তিনটি ‘C’ দেখতে চায়। Commitment, Competency এবং Cooperation.

My Observation 136: আমার আগে মনে হতো আমার যদি একটা দামী মোবাইল থাকতো বা দামী ল্যাপটপ থাকতো বা দামী ক্যামেরা থাকতো তাহলে দুনিয়া জয় করে ফেলতাম। আসলে এগুলো সবই হলো জড়ো পদার্থ। যখনই আমাদের মস্তিষ্কের সাথে এটি যুক্ত হয় তখনই এটি সেরা পারফরম্যান্স দেয়া শুরু করবে। আর এই মেশিন- হিউম্যান পার্টনারশীপে বের হয়ে আশে ক্রিয়েটিভিটি।

My Observation 135: আমি কারো সাথে প্রতিযোগিতা করি না, কারো সাথে আমার প্রতিযোগিতাও নেই। আমার প্রতিযোগিতা একমাত্র নিজের সাথে। সকলের সাথে সহযোগিতা। প্রতি ২৪ ঘন্টায় নিজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব। প্রতি মাসে নিজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব।

My Observation 134: আমার প্রিয় বাংলাদেশে কোটি কোটি ভালো মানুষ আছে। রয়েছে হাজার হাজার সমস্যা এবং প্রতিটি সমস্যার পেছনে আছে সমাধান। আমাদের দায়িত্ব হোল ভালো মানুষদের সঙ্গে নিয়ে সমাধান গুলো নিয়ে সুযোগ তৈরি করা। আলহামদুলিল্লাহ আপনি যা করতে চাইবেন তাই হবে আমাদের বাংলাদেশে। আত্মবিশ্বাস রেখে আর শর্ট কাট পরিহার করে এগিয়ে গেলেই সব সম্ভব।

My Observation 133: টেক স্যাভী বা প্রযুক্তি দক্ষতা সম্পন্ন মানুষের কাছে কোন সমস্যাই সমস্যা না। প্রযুক্তি জ্ঞান এবং দক্ষতা তাকে অন্তত এই আত্মবিশ্বাসটুকু প্রদান করে। কম্পিউটার সাইন্সে পড়াশুনা করলেই যে আপনি প্রযুক্তি দক্ষতা অর্জন করবেন, সেই নিশ্চয়তা আপনাকে পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় দিতে পারবে না। বাংলা বিভাগ থেকে পাশ করেও আপনি প্রযুক্তি নিয়ে সাচ্ছন্দে সমস্যা সমাধান করতে পারবেন।

My Observation 132: “Proactive Person” সকলের প্রিয়। বিশেষ করে কর্মক্ষেত্রে তারা অত্যন্ত জনপ্রিয়। গেটম্যান থেকে চেয়ারম্যান সকলের কাঙ্খিত। তারা কখনো হতাশ হন না বা কারো দিকে তাকিয়ে থাকেন না। প্রোএ্যাক্টিভ বা সক্রিয় মানুষেরা শুধু নিজেদের পরিবর্তন করেন না বরং তার চারপাশের মানুষকে পরিবর্তন করে ফেলেন।

My Observation 131: আসলে আমরা সবাই ক্রিয়েটিভ। আল্লাহ সবাইকে সমান পরিমাণ বুদ্ধি এবং বিবেচনা করার ক্ষমতা দিয়েছে। কেউ ব্যবহার করছে, কেউ করছেনা। যে করছেনা সে নিজেও বুঝতে পারছেনা যে সে ব্যবহার করছে না। পৃথিবীর সকল ক্রিয়েটিভ মানুষ কম বেশি প্রতিদিন কিছু কাজ করেন যার মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটি চর্চা হয়ে যায়।

My Observation 130: পুরো একটা সপ্তাহ শেষ হয়ে গেলো। এই এক সপ্তাহে কি কি অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ আমার অর্জন গুলো আমি খাতায় লিখে রেখেছি। আপনারটা কি বের করেছেন।

My Observation 129: সেজন্য পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার ১৪৮ নম্বর আয়াতের এক অংশে আল্লাহ রাব্বুল বলেছেন সৎকর্মে নিজের সাথে প্রতিযোগীতা করো। 

My Observation 128: কেউ সমালোচনা করলে রেগে যেতে নেই। বরং সেই সমালোচনা থেকে নিজের আত্মউন্নয়নের অনেক নতুন ধারনা পাওয়া যায়। আত্মউন্নয়ন অত্যন্ত প্রয়োজন। নিজেকে না চিনতে পারলে সুযোগকে চিনবো কিভাবে?

My Observation 127: সকাল বেলা ঘুম থেকে উঠুন, প্রার্থনা করুন, ব্যায়াম করুন, ভারী নাস্তা করে মেধাভিত্তিক জ্ঞান ও দক্ষতার চর্চা করুন। তারপর কাজে বেড়িয়ে যান আর কৌশল নির্ধারণ করে বাস্তবায়ন করুন। পরিবারকে কোয়ালিটি সময় দিন। কারো উন্নতি দেখে হিংসা করবেন না বা অযথা সমালোচনা করবেন না বা কাউকে কপি করতে যাবেন না। দেখবেন জীবনে স্ট্রেস অনেকটা কমে যাবে। এই কথা আমার নানা আমাকে বলেছিলেন। আমার বাবা আমার ১৮ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান। তখন আমার নানা একদিন আমাকে ওপরের কথা গুলো বলেছিলেন। হুবহু ওই কথা বলেননি তবে সারাংশ ছিল এটা। জীবনে ভেঙে পড়ার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি।

My Observation 126: হ্যাপী মোমেন্ট নিয়ে অফিসে আসুন, হ্যাপী মোমেন্ট নিয়ে বাড়িতে ফিরে যান!

My Observation 125: ফোকাস যেনো চুরি হয়ে না যায়! লেগে থাকতে হবে স্বপ্ন পূরণের জন্য তবে একই অপশন নিয়ে নয়। Never Give Up মানে হলে একটা স্বপ্ন নিয়ে লেগে থাকা একাধিক অপশন নিয়ে।

My Observation 124: “আমরা সৃষ্টির সেরা মানুষ তাই অসম্ভবের ভেতরেও সম্ভাবনা খুঁজে পাই।”

My Observation 123: যা করতে চাই, হাসি মুখে আমাকেই করতে হবে। যা পেতে চাই, হাসি মুখে আমাকেই আদায় করতে হবে। যা হতে চাই, হাসি মুখে আমাকেই পরিকল্পনা করতে হবে।

My Observation 122: “কারিগরি দক্ষতা বেকারত্বের ভ্যাকসিন।”

My Observation 121: ব্যবহারই নিজের পরিচয় কার্ড। আলাদাভাবে ভিজিটিং কার্ড দেখাতে হয় না। কারো পরিচয় জানতে হলে তাকে একটি পজিশনে বসিয়ে দিন।

My Observation 120: স্টেজ বা মঞ্চ সবার জন্য গুরুত্বপূর্ণ এবং সবাইকে স্টেজে পারফর্ম করতে হবেই। কারণ প্রত্যেকটি প্রফেশনে সবাই শিল্পী। মঞ্চভীতি একজন প্রফেশনালকে পিছিয়ে দেয়। অতএব আমাদের সবাইকে বেশি বেশি অনুশীলন করতে হবে কারণ #অনুশীলনে_সবই_সম্ভব

My Observation 119: হিংসা একটি রোগের নাম। কিন্তু আশার কথা হচ্ছে এর প্রতিষেধক বিনামূল্যে পাওয়া যায়।

My Observation 118: আমরা এমন অনেক কাজ করি যেটা ভালবাসি না কিন্তু নিজে করতে পারি। আবার এমন অনেক কাজ যা ভালবাসি কিন্তু নিজে করতে পারি না। ভুল করে বলে ফেলি এইটা আমার (passion) আবেগের জায়গা। যিনি নিঃশব্দে একা একা কাজ করতে ভালবাসে, সে যদি কাস্টমার সার্ভিস এর উপর প্রশিক্ষণ নিয়ে কাস্টমার সার্ভিস বিভাগে কাজ করতে বসেন, তাহলে তিনি কাস্টমারের সাথে কথা বলবেন ঠিকই, কিন্তু সেই কথা কাস্টমারের হৃদয় স্পর্শ করবে না। দিনশেষে ফলাফল হবে জিরো। বেতন বৃদ্ধি হবে না, পদোন্নতি আটকে যাবে, নিজের এবং প্রতিষ্ঠান দুটোরই ক্ষতি হবে। 

My Observation 117: বর্তমান ছাত্রছাত্রীরা জানেন না এমন কিছু নেই। আর প্রযুক্তির দিক দিয়ে তারা তো একধাপ এগিয়ে। শুধু একটু ধরিয়ে দিতে পারলেই ছাত্রছাত্রীরা যেকোন সমস্যা সমাধান করতে পারবে। দুনিয়া জয় করবে। আর ধরিয়ে দেবার জন্য দরকার মাত্র একটি প্রশ্ন এবং নিজ হাতে কাজ করার সুযোগ। সবাই করে শিখতে চায়, শুধু লেকচার নয়। লেকচার দেয়া শুরু করলেই ৫ মিনিটের মধ্যে ছাত্রছাত্রীদের হাই চলে আসবে। দক্ষতা ভিত্তিক শিক্ষা (Competency Based Education) মূল মন্ত্র হলো করতে করতে শেখা (Learning By Doing) এবং অনুশীলনের সুযোগ রাখা (Practice Guide)। যেদিন আমাদের সকল শিক্ষা ব্যবস্থা দক্ষতা ভিত্তিক হবে, সেদিন কর্মক্ষেত্র দক্ষ জনবল পেতে শুরু করবে।

My Observation 116: শুধু মুখস্থ বিদ্যা দিয়ে চতুর্থ শিল্প বিপ্লব সম্ভব নয়। তবে বেকারত্ব বাড়ানো সম্ভব।

My Observation 115: একটি পাথরে যদি এক ফোঁটা করে প্রতি মুহূর্তে পানি পড়তে থাকে তাহলে পাথরেও গর্ত হয়ে যায়। কোনো একটি কাজে পারফেকশনের জন্য প্রয়োজন ধারাবাহিকতা।

My Observation 114: স্টেজকে ভয় পেলে চলবে না। স্টেজে আজ হোক বা কাল, পারফর্ম আপনাকে করতেই হবে। আপনি যে বিভাগেই কাজ করেন না কেনো! স্টেজে আপনাকে উঠতে হবেই। নিজের পকেট অর্থ বা অভিজ্ঞতা বা সম্মান দিয়ে পূর্ণ করতে চাইলে স্টেজে দাঁড়াতে হবেই। শুরুতে সবারই হাঁটু কেপেছে। কিন্তু কিছুদিন পর তা থেমেও গেছে যারা নিয়মিত চর্চা বা অনুশীলন করেছেন।

My Observation 113: সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস রেখে, পা মাটিতে রেখে, দৃষ্টি সামনে রেখে,  এগিয়ে যেতে হবে।

My Observation 112: সফল ব্যবসায়ীদের ১০টি গুণ:

  • “জমা ও খরচ” সঠিকভাবে বুঝে ব্যবসা পরিচালনা করা।
  • আবেগ নিয়ন্ত্রণে রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা। প্রোডাক্ট/সার্ভিস কস্টিং সঠিকভাবে বের করা।
  • নিজেকেও ব্যবসার একজন কর্মী ভাবা (নিজেকে মালিক না বলা)। কর্মীদের ভালো পারফরমেন্সে বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদানের ব্যবস্থা রাখা।
  • কর্মীদের ইন্টারনাল কাস্টমার (অভ্যন্তরীণ গ্রাহক) মনে করা।
  • সভা/সেমিনারে গিয়ে আবেগী হয়ে চাকরি করাকে ছোট করে না দেখানো।
  • বিশ্বাস করা যে কাস্টমাররা দিন শেষে ”বিশ্বাস ক্রয় করে” (সম্পর্ক উন্নয়ন)
  • অন্যের জ্ঞান, দক্ষতার ও নেটওয়ার্কের উপর নির্ভর করে ব্যবসায়ী না হওয়া।
  • আইডিয়াই সব, টাকা পড়ে। আইডিয়া ঠিক থাকলে টাকার অভাব হয় না। পন্য বা সেবার আগে মার্কেটিং।
  • নিজের অর্থ দিয়ে প্রাথমিকভাবে ব্যবসা শুরু করা। কেউ টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করে দেবে না। আপনার শুরু করা ব্যবসার ক্যাশ-ফ্লো (Cash Flow) দেখেই অর্থ বিনিয়োগ করবে বিনিয়োগকরীরা।
  • ধৈর্য রাখা। অন্যের গতিকে তাড়া করবার মতো বোকামী না করা এবং অন্যের প্রশংসায় গা ভাসিয়ে না দেয়া।

My Observation 111: আমরা যা হতে চাই, যা করতে চাই, তার জন্য দরকার প্রতিনিয়ত সঠিকভাবে অনুশীলন। কারন অনুশীলনে সবই সম্ভব।

My Observation 110: লোকে কি ভাববে, এই ভেবে আমাদের অনেক ভাবনা ভাবনাতেই থেকে যায়। কারো অনুমানে হাল ছাড়া যাবে না।

My Observation 109: প্রতিদিন অন্তত একটি Happy Moment তৈরি করে ঘুমাতে যান। প্রতিদিন অন্তত একটি Happy Moment তৈরি করবার জন্য ঘুম থেকে উঠুন। Happy Moment শুধু নিজের জন্য হবে সেটা কিন্তু নয়। কারো জীবনে একটু হাসি ফোটালেন, সেখানেও কিন্তু Happy Moment তৈরি হতে পারে।

My Observation 108: পুরো বাংলাদেশ ঘুরেছি। দেখেছি অনেক, শিখেছি অনেক। আত্মবিশ্বাস অর্জনে বা সাংস্কৃতিক সচেতনতা বাড়াতে বা অসংখ্য গল্পের কারিগর হতে হলে ভ্রমণের বিকল্প নেই। সুযোগ/রিজিক বৃদ্ধির জন্যও ঘরের বাইরে যেতে হবে।

My Observation 107: যেকোন রিজেকশন (Rejection) জীবনের একটি অংশ। তাই ভেঙ্গে পরা যাবে না, অন্যকে দোষারোপও করা যাবে না। নিজেকে বদলাতে হবে যাতে যেকারনে রিজেক্ট হলাম সেটির যেন পুনরাবৃত্তি না ঘটে। মনে রাখতে হবে “Rejection is a great source of Learning”

My Observation 106: যিনি শুধুই কাজ করেন তিনি ওয়ার্কার আর যিনি নিজে কাজ করেন এবং অন্য দিয়ে কাজ করিয়ে নিয়ে উপরে তুলে নিয়ে আসেন তিনি লীডার। আর উপরের দুটোর কোনটিতেই যিনি নেই তিনি বস।

My Observation 105: মানুষকে সব চেয়ে বেশি চেনা যায় যখন তিনি ক্ষমতা, পদবী পাওয়ার পর উপভোগ করেন।

My Observation 104: নিজ ক্যারিয়ারে টিকে থাকতে হলে টিম প্লেয়ার হওয়ার বিকল্প নেই।

My Observation 103: জীবন মানেই হলো সমস্যার সমাধান। সমস্যার জটিলতা অনেকটাই নির্ভর করে সমস্যার প্রতি আমাদের আচরণের উপর। আচরণ ইতিবাচক হলে সমাধান দ্রুত পাওয়া যায়, নেতিবাচক হলে সমাধান পাওয়া দুষ্কর হয়ে যায়।

My Observation 102: আত্মবিশ্বাস আসে নির্ভেজাল আত্মমূল্যায়নের মাধ্যমে।

My Observation 101: মানুষের সহযোগিতা অর্জন করতে পারলে ক্যারিয়ারে যা টার্গেট করবেন তাই হবে।

My Observation 100: ”যোগ্যতা থাকলে চাকরি এমনিতেই হবে! এত ব্র্যান্ডিং করার দরকার নাই”, আচ্ছা একটু খেয়াল করে দেখবেন যিনি সোশাল মিডিয়া তে এসে এই কথা বলেছেন তিনি কিন্তু ঠিকই নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করে গেলেন। এখন এই কথা শুনে আপনি তো থেমে গেলেন। এখন কি করবেন?

My Observation 99: আত্মবিশ্বাস বাড়াতে হলে ঘরে বসে না থেকে বাইরে বের হোন, ঘুরে বেড়ান।

My Observation 98: কালকের জন্য বসে না থেকে কাজ করতে হবে আজকে। তাহলেই আগামীকাল মসৃণ রাস্তা তৈরি হবার সম্ভাবনা জাগবে। কেউ কোনো কিছু করে দেয় না, করতে হয় নিজেকে।

My Observation 97: পারলে অন্যের সাথে Competition করা কে ঘৃণা করুন। এটা আপনাকে মানুষ থেকে অমানুষ বানিয়ে দেবে। হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে। সেজন্য বিশ্ব জুড়ে Competition নয় বরং Cooperation কে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। Competition যদি করতেই হয় তাহলে নিজের সাথে করুন। অন্তত গতকালের আপনাকে তো আপনি হারাতে পারবেন আজ আরো ভালো কিছু করার মাধ্যমে।

My Observation 96: বাংলাদেশের উন্নয়নের পেছনে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের পরিশ্রমের ঘাম কিন্তু অকপটে স্বীকৃতি পায় সেই অর্থে কম।

My Observation 95: বই পড়ুন। যেভাবে খুশি সেভাবেই পড়ুন। বাড়িতে বা লাইব্রেরিতে অথবা অনলাইনে, যেভাবে ভালো লাগে সেভাবে পড়ুন। একটা সার্ভেতে দেখা গেছে সুখী মানুষেরা প্রতি মাসে অন্তত একটি বা দুটি বই পড়েন। জীবনকে বুঝতে, নিজেকে চিনতে বই পড়ার বিকল্প নেই। বই পড়াকে অভ্যাসে পরিনত করুন।

My Observation 94: শুনবার সময়ে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আবার ধৈর্য নিয়ে না শুনলে গুছিয়ে উত্তরও দেয়া যাবে না। আলোচনা সফল হবে না। ইংরেজী তে বলতে হবে “Negotiation Failed”.

My Observation 93: সিদ্ধান্ত গ্রহনের আগে অন্তত ৪৮ ঘণ্টা ভাবুন! তাড়াহুড়া করে নেয়া সিদ্ধান্ত ভোগান্তি ছাড়া আর কিছুই দেয় না।

My Observation 92: জীবনকে সহজ এবং চাপ মুক্ত করতে অবশ্যই আমাদের তিনটি শব্দকে অত্যন্ত যত্ন সহকারে অনুশীলন করতে হবে” Reduce”,” Reuse” এবং” Recycle” নিয়ে ভাবতে হয়।

My Observation 91: পৃথিবীতে আপনাকে পছন্দ করে এমন মানুষের সংখ্যা নিশ্চিত ভাবে বেশি। আপনাকে অপছন্দ করে মানুষের সংখ্যা কম। কিন্তু আমরা ওই কম সংখ্যক মানুষের জন্য আমাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে ফেলি। আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। পেছনে কে কি বললো বা বলবে তাই নিয়ে মাথা ঘামাই। সুযোগ গুলো নষ্ট করি। যারা আপনাকে অপছন্দ করে তারাও গুরুত্বপূর্ণ। তাদের কারণেই আপনার ব্যাক্তিগত উন্নয়নের ক্ষেত্র গুলো স্পষ্ট হয়। আপনি আত্মউন্নয়নে মনোযোগ দিতে পারেন। So haters help improve weakness.

My Observation 90: কিছু মানুষকে আপনি চিনবেন! কিছু মানুষ আপনাকে চিনবে! এটা ক্যারিয়ারে চাপ মুক্ত থাকার একটি কারণ।

My Observation 89: বাংলাদেশের প্রবাসীরা আমাদের অর্থনীতির অক্সিজেন হিসেবে কাজ করেন। তারা ঘাম ঝড়ায় বলেই আমাদের অর্থনীতি অক্সিজেন পায়। তাদের একটু সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

My Observation 88: “Why” বের না করে শুধু “How” নিয়ে সময় ব্যয় করলে “What” অর্জন করা কঠিন হয়ে যায়।

My Observation 87: নিজের দক্ষতাকে তিক্ষ্ণ করুন। যতই অনুপ্রেরনা দিক, দিন শেষে প্রতিষ্ঠান দক্ষতাকেই প্রাধান্য দেয়। অতএব নিজেকে রুপান্তর করুন।

My Observation 86: আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই ঝামেলা মুক্ত জীবন! আবেগকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ হলো “না” এবং “হ্যাঁ” এর সঠিক ব্যবহার। আর দ্বিতীয় ধাপ হলো “উত্তর একটু সময় নিয়ে চিন্তা করে দেবার চেষ্টা করা”। এই দুইটা কাজ যে দ্রুত করে সে প্যারাকে দাওয়াত দিয়ে জীবনে নিয়ে আসে। 

My Observation 85: “আমরা সৃষ্টি করি কিন্তু সৃষ্টির গল্প আমরা বলি না। অথবা গল্প বলার সুযোগ আমাদের দেয়া হয় না। অথবা আমরা সুযোগ অর্জন করতে পারি না। দিন শেষে মানুষ গল্পই তো কিনে থাকে!”

My Observation 84: If the present is in your focus then you can easily take pictures of the future.

My Observation 83: বাংলাদেশ শান্তির দেশ, মায়ার দেশ, আবেগের দেশ, সাহসীদের দেশ, সম্প্রীতির দেশ। সর্বোপরি আমার দেশ। মাঝে মাঝে অশান্তি সৃষ্টিকারীরা চেষ্টা করে অশান্তি ছড়াতে কিন্তু টিকতে পারে না।

My Observation 82: কোনো কাজকে নিজের মত করে না নিলে বা ভালো না বাসলে সেখান থেকে কাঙ্খিত ফলাফলও আশা করা যায় না। পাছে লোকে কি ভাবলো সেটা নিয়ে ভাবার সময় আপনার থাকা উচিৎ নয়।

My Observation 81: “We can find hope in the Impossible, that’s why we are human”

My Observation 80: আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছেন কারো না কারো বা কোনো না কোনো কিছুর মাধ্যমে। সেগুলোর যত্ন নিন।

My Observation 79: সমস্যার কথা বললে লাইক, কমেন্ট পাওয়া যায় অনেক। সমাধানের কথা বললে পাল্টা প্রশ্নের মুখে পড়তে হয়। তাই আমরা সবাই সমস্যা প্রচারক।

My Observation 78: পরীক্ষার হলে শতভাগ উপস্থিতি, Body Language এ শতভাগ সিরিয়াস, সবার লক্ষ্য পরীক্ষায় ভালো নম্বর পেতেই হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা শেষ করতেই হবে, নির্ধারিত সময়ের মধ্যে খাতা জমা দিতেই হবে, কোনো কিছু বুঝতে সমস্যা হলেই জিজ্ঞেস করতেই হবে, কারো স্কেল, কলম প্রয়োজন হলে তাকে সাহায্য করতেই হবে। এই যে পরীক্ষার হলের অনুশীলন যদি কর্মক্ষেত্রে চলমান থাকতো তাহলে কর্মক্ষেত্রে সবাই বীরের খেতাব পেতো।

My Observation 77: অফিস চালাবেন আর মানসিক চাপ হবে না, মেজাজ গরম হবে না, এটা হতে পারে না। অফিস রুমে গাছ লাগান অথবা অ্যাকোয়ারিয়ামে মাছ রাখুন। তারপর যখন চাপ অনুভব করবেন তখন গাছ বা মাছের দিকে তাকিয়ে থাকুন, তাদের খেলা দেখুন। মন ভালো হয়ে যাবে।

My Observation 76: যারা সোশ্যাল মিডিয়ায় তৈরি নেতৃত্ব তত্ত্ব অনুসরণ করে প্রতিষ্ঠান চালাবেন, তাদের প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় ৬০%। সোশ্যাল মিডিয়ায় লাইক/কমেন্টের আশায় এখন আর কেউ রিয়েল ফিডব্যাক দেয় না। নেতৃত্ব বিকাশের প্রক্রিয়ায় রিয়েল ফিডব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি সবগুলো আবেগের ব্যবহারও মাঝে মাঝে থাকতে হয়।

My Observation 75: I believe a good Teacher should have Performance skills beside his or her subject knowledge.

My Observation 74: আল্লাহ বলেন পবিত্র কোরআন শরীফে ”নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমনির্ভর করে সৃষ্টি করেছি”। সূরা আল বালাদ (৯০), আয়াত ৪। অথচ আমরা কষ্টকে ভয় পাই, পরিশ্রমে আমাদের চরম অনীহা।

My Observation 73: Everyone understands the meaning of the saying “great power, comes great responsibility” when one goes from “power” to “powerless”. Therefore, the one who understands first is the leader, the one who understands later is the boss.

My Observation 72: “With Great Power, Comes with Great Responsibility” এই কথাটার মানে সবাই বুঝে যখন কেউ “Power” থেকে “Powerless” হয়ে যায়। অতএব যে আগে বুঝবে সে লীডার, পরে বুঝলে বস।

My Observation 71: When someone accepts the POWER as POWER then it creates disaster. When someone accepts the POWER as Responsibility then it creates Example.

My Observation 70: সুখি মানুষ তার জীবনের প্রতিটি মুহুর্ত নিয়ন্ত্রণ করে।

My Observation 69: আত্মবিশ্বাস বাড়াতে হলে ঘরে বসে না থেকে বাইরে বের হোন, ঘুরে বেড়ান।

My Observation 68: বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য পদ্মা সেতু একটা গর্বের বিষয়। তাদের শুধু বিদেশী স্থাপনা নিয়ে পড়তে হবে না। নিজের দেশেই শেখার মত স্থাপনা আছে।

My Observation 67: প্রতিটা সফলতার পেছনে রয়েছে হাজারো ব্যর্থতার গল্প কিন্তু আমরা সেই গল্প গুলো জানি না, জানতে চাইও না। প্রথমবার পড়ে গেলেই জীবন শেষ হয়ে যায় না। চেষ্টা চালিয়ে যেতে হয় যতক্ষণ পর্যন্তু কাঙ্খিত ফলাফল না আসে। মনে রাখবেন আপনি প্রথমবার পড়ে গেলে অনেক মানুষ আছে যারা আপনার দিকে তাকিয়ে থাকে এবং দেখবার চেষ্টা করে যে আপনি দ্বিতীয়বার উঠে দাড়ান কিনা। জীবন থেমে যাবার জন্য নয়, বাধা ভেঙ্গে এগিয়ে যাবার জন্য।

My Observation 66: মানুষের নেগেটিভ পোস্ট সব থেকে বেশি সাড়া ফেলে। মানুষ হিসেবে তারা নেগেটিভ নাকি ফেসবুক লাইকের জন্য নেগেটিভ সেটা জানি না।

My Observation 65: ডাক্তার, একজন দক্ষ ডাক্তার বানায়। পাইলট, একজন দক্ষ পাইলট বানায়। হোটেলের সেফ, একজন দক্ষ সেফ বানায়। কিন্তু লক্ষ লক্ষ গ্রাজুয়েট প্রতি বছর বের হচ্ছে তাদেরকে কে কি বানাচ্ছে? একজন দক্ষ এইচআর প্রফেশনাল কি এইচআর প্রফেশনাল বানাচ্ছেন? একজন দক্ষ মার্কেটিয়ার কি দক্ষ মার্কেটিং প্রফেশনাল বানাচ্ছেন? একজন দক্ষ সেলসম্যান কি দক্ষ সেলসম্যান বানাচ্ছেন? একজন সফল সিইও কি ব্যবসা পরিচালনা শেখাচ্ছেন?

My Observation 64: For good times or challenging times, we should follow the 4Rs. Reduce. Reuse. Recycle. Repeat.

My Observation 63: অস্থিরতা, অনিশ্চয়তা, জটিলতা ও অস্পষ্টতা ৪টি অদ্ভুত শব্দ। কেউ সৃষ্টি করে, কেউ অবহেলা করে, কেউ বিচক্ষনতার সাথে মোকাবেলা করে।

My Observation 62: তাড়াহুড়ো মানুষকে শেষ করে দেবে। কিন্তু মানুষ তাড়াহুড়া শেষ করবে না।

My Observation 61: পৃথিবীতে সব গুণের কথা বলা হয়ে গেছে! বাকি আছে শুধু প্রয়োগ এবং অনুশীলন করা

My Observation 60: ”আপনার প্রতিক্রিয়া জানাবার পদ্ধতি দেখেই বোঝা যাবে আপনি নিজে সফ্ট স্কিল অনুশীলন করেন নাকি করেন না”

My Observation 59: Your morning attitude will define your whole day! ‬

My Observation 58: “neither celebrates Success nor Failure. Let’s celebrate LEARNING”

My Observation 57: পড়তে হবে-পড়াতে, বুঝতে হবে-বুঝাতে হবে, লিখতে হবে-লিখাতে হবে, বলতে হবে-বলাতে হবে। তাহলেই পরিপূর্ণ শিক্ষক হবার স্বার্থকতা।

My Observation 56: মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। তোমার মনোবল আছে তো তোমার সব কিছু আছে। সুতরাং ভরসা রাখো সৃষ্টিকর্তার উপর।

My Observation 55: জীবন মানেই সফ্ট স্কিলস। 

My Observation 54: আমি ভয় দেখাতেও চাই না, পেতেও চাই না। সচেতন থাকতে চাই

My Observation 53: ”অব্যবস্থাপনা” অত্যন্ত ভয়ংকর একটি শব্দ।

My Observation 52: সবাই খুশি হবে এমন স্বীদ্ধান্ত অনুবীক্ষণযন্ত্র দিয়ে খুজলেও পাওয়া যাবে না। সাহস করে সকলে মিলে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে নিতে হবে।

My Observation 51: ”যার যার তার তার” এই মানসিকতাকে আমাদের ধ্বংস করতে হবে। কারন আমাকে এগিয়ে নিতে তোমাকে লাগবে”।

My Observation 50: সস্তা শ্রমের প্রচারনা থেকে আমাদের বেরিয়ে আসতে। সস্তা শ্রমকে পুজি করে অর্থনৈতিক স্তম্ভ নির্ধারন করা যাবে না।

My Observation 49: ভয়ে মানুষ জিতে যাওয়া খেলা হেরে যায়। সেই মানুষই ভয় দেবার প্রতিযোগীতায় সবার আগে নাম লেখায়!

My Observation 48: মূল সমস্যা হচ্ছে আমি নিজে হাসতে পারি না তাই অন্যের হাসিও আমার সহ্য হয় না

My Observation 47: নেতিবাচক চিন্তা আর মন্তব্য করে কি লাভ? সমস্যা দেখলে সমাধান সহ বলা উচিৎ। আর সমাধান দিতে না পারলে চুপ থাকাটাই বদ্ধিমানের কাজ!

My Observation 46: আমার পরিবর্তন আমাকেই করতে হবে। বেশী হলে মানুষরা উপায় বলতে পারবে। মানতে হবে আমাকেই, অনুশীলন করতে হবে আমাকেই।

My Observation 45: If we work like MAD, we will become MAD. Be SMART! Think SMART! Act SMART!

My Observation 44: Just because of Frustration, many of us are making mistakes! For them experts suggest to give a pause

My Observation 43: ইচ্ছা থাকলে উপায় বের হবেই। অতএব নিজের ক্ষুদা প্রথমে নিজেকে মেটাবার চেষ্টা করতে হবে, তারপর মানুষ আপনার ইচ্ছাশক্তি দেখে সামনে এগিয়ে আসবে নিজেদের প্রয়োজনেই।

My Observation 42: এটা নিশ্চিত যে উন্নত মানসিকতার চর্চা না থাকলে কখনোই স্বপ্ন পূর্ণ হবে না। উন্নত মানসিকতার প্রথম শর্ত হলো নতুন ধরনাকে ফেলে না দিয়ে আলোচনা করা।

My Observation 41: “শিক্ষকেরা যা ভাববেন, যা বলবেন তাদের ছাত্রছাত্রীরা ঠিক তাই ভাববে, তাই বলবে। Improvisation শব্দের প্রয়োগ সম্ভবত শিক্ষকদের আগে করতে হবে তাহলে ছাত্রছাত্রীরাও তাদের প্রাপ্ত জ্ঞানকে Improvise করবে।”একজন শিক্ষক হিসেবে এই বিষয়টি সবার আগে আমার বুঝতে হবে।

My Observation 40: রঙের সাথে থেকে রঙিন হয়ে চলো, একটাই জীবন তাকে রঙিন করে তোলো

My Observation 39: কারিগরি দক্ষদের বেকারত্ব স্পর্শ করতে পারে না তবে কারিগরি দক্ষতার জন্য প্রয়োজন পাঁচটি ধাপ সম্পন্ন করাঃ

  • মন ‍দিয়ে শ্রবন করা প্রশিক্ষকদের আলোচনা।
  • ভালো করে দেখা প্রশিক্ষকরা কিভাবে করছেন।
  • প্রশিক্ষকরা যেভাবে করলেন তা নিজ হাতে করা।
  • যা নিজ হাতে করলেন তা বার বার অনুশীলন করা।
  • সর্বশেষ ধাপটি অত্যন্ত মজার আর তা হলো কাছের বন্ধু বা বন্ধুদের যা শিখলেন তা শেয়ার করা।
তবে এই পাঁচটি ধাপ আগে শিক্ষকদের বুঝতে হবে, বিশ্বাস করতে হবে তাহলে শিক্ষার্থীরাও বুঝবে এবং বিশ্বাস করবে। তাহলেই বাংলাদেশ গর্বের সাথে পুরো বিশ্বকে বলতে পারবে আমাদের তরুনরা দক্ষ।
My Observation 38: কিছু মানুষতো চাইবেই আপনি রেগে যান, তো তাদের চাওয়াটা IGNORE করলেই তো হয়ে যায়। আর CARE করলেই ওদের ইচ্ছা পূরন হয়।

My Observation 37: সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানসিক সুস্থতা নিশ্চিত করা। আপনাকে ভেবে চিন্তে এবং নিজ জ্ঞানের পরিমাপ করে কথা বলতে হবে। #চিড়া2জিরা কনসেপ্ট চলবে না। টিড়া২জিড়া মানে হলো আপনি বোঝেন বা নাই বোঝেন, আপনাকে সেই বিষয়ে কথা বলতেই হবে।

My Observation 36: বেকারত্বের ভ্যাকসিন কারিগরি দক্ষতা!

My Observation 35: বিপদে পড়লেই বুদ্ধি বাড়ে। যার মাথায় বুদ্ধি আসছে না, সে আসলে এখনো বিপদেই পড়ে নাই। Act_Don’t_React

My Observation 34: মন ভালো রাখবার ঔষধবাগান প্রকৃতি বিলাস যা প্রত্যেকের সেবন করা উচিত

My Observation 33:”নেতৃত্বের নেতিবাচক পক্ষপাতিত্ব প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের জন্য অত্যন্ত ভয়াবহ। অধিকাংশ সময় লীডার বুঝতেই পারেন না যে তিনি নেতিবাচক পক্ষপাতিত্বের স্বীকারে পরিনত হচ্ছেন।”

My Observation 32: I asked Someone How old are you? He replied I am 78 years Young!!!

My Observation 31: Decency is very important. Arrogance creates disappointment.

My Observation 30: সম্মান চাও? আগে সম্মান দাও!!!!!

My Observation 29: চাইতে কোন সমস্যা নাই, পেতে হলে পরিশ্রম চাই। কিন্তু না বুঝে পরিশ্রমের কোন মূল্য নাই।

My Observation 28: রটব‌ে ঘটব‌ে এটাই ত‌ো স্বাভাবিক, বুঝ‌ে না বুঝ‌ে লাফান‌ো কাপান‌ো এটা অস্বাভাবিক

My Observation 27: স্বচ্ছতার অভাব যেখানে, অবিশ্বাসের জন্ম সেখানেই…..!!!

My Observation 26: অস্থিতিশীল ক্যারিয়ার গঠনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো ”পরনিন্দা”

My Observation 25: সাফল্য যার কোন ইতি নেই, শুধুই ছুটে চলা

My Observation 24: অজ্ঞদের বৈশিষ্ট্য ভাব! হায়রে জ্ঞানের অভাব!

My Observation 23: আমাকেই করতে হবে, কেউ করে দেবে না!  সৃষ্টিকর্তা সে ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন

My Observation 22: সকালে যেভাবে ঘুম থেকে উঠবো, সেভাবেই সারাদিন কাটবে। অযথা দিন, দেশ, মানুষকে দোষ দিয়ে লাভ নেই।

My Observation 21: সভ্য অঞ্চলে একজন জ্ঞানী ব্যাক্তি আরো জ্ঞানী হন, অসম্পূর্ণ অঞ্চলে একজন জ্ঞানী ব্যাক্তি অজ্ঞানী হন

My Observation 20: বাংলা‌দেশ বর্তমা‌নে দারুন সময় পার কর‌ছে। কর্পোরেট থে‌কে বে‌রি‌য়ে বা কা‌জের ফা‌কে সবাই যুব উন্নয়নে ম‌নো‌নি‌বেশ কর‌ছেন। সফল তরুনরা বে‌ড়িয়ে প‌ড়ে‌ছেন সফলতার গল্প শোনা‌তে। সম্ভাবনাময় তরুন নেতৃত্ব ব্যস্ত ‌বি‌ভিন্ন যুব উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান আ‌য়োজ‌নে। চমৎকার সব কর্মকান্ড। এখন আর আমা‌দের বি‌দেশী প্রশিক্ষক বন্ধু‌দের জন্য অ‌পেক্ষা কর‌তে হয় না। বরং আমা‌দের দেশী বন্ধুরা বি‌দে‌শে গি‌য়ে অনুপ্রানিত কর‌ছেন। এমন একটি সময় য‌দি আমা‌দের তরুনরা নি‌জে‌দের তৈরী কর‌তে বা সাজা‌তে ব্যর্থ হয় তাহ‌লে for sure Bad Luck for Bangladesh.

My Observation#19 “You can WIN through a handshake or it can be a reason for DEFEAT”.

My Observation#18: মানুষ যখন ছোট থা‌কে (ক্যা‌রিয়া‌রে) তখন তা‌কে সাবধা‌নে এবং প‌রিকল্পনা অনুসা‌রে পথ চল‌তে হয় বড় হওয়ার জন্য। আবার মানুষ যখন বড় হ‌য়ে যায় (ক্যা‌রিয়া‌রে) তখনও তা‌কে সাবধা‌নে এবং প‌রিকল্পনা অনুসা‌রে পথ চল‌তে হয় যেন আবার ছোট হ‌য়ে না যায়।

My Observation# 17 | #SmiletoSuccess

ঘটনা#১ঃ সকালে বাসা থেকে অফিসে যাচ্ছি। মিরপুর মাজার রোডে হঠাৎ দুই রিক্সার মাঝখানে পড়লাম। এর মধ্যে একটি রিক্সাতো আমার গাড়িতে ঘষা লাগিয়ে দিচ্ছিল প্রায়, গ্লাস নামিয়ে রাগ হয়ে বললাম গাড়িতে লাগলে কি করবেন। চাচা টাইপের রিক্সাচালক উল্টা দিল ঝাড়ি। ঝাড়ি খেয়ে করলাম ব্রেক, রিক্সাগুলো পার হলো then move করলাম।

ঘটনা#২ঃ বিকেলে Bangladesh Skill Development Institute (BSDI) থেকে কারওয়ান বাজার jobsbd.com এর অফিসে যাচ্ছি। আবার সেই রিক্সার জট। এইবার আরেক চাচা টাইপ রিক্সাচালক কে হাসি দিয়ে বললাম চাচা আমি আগে যাই? চাচা উল্টা হাসি দিয়ে বললেন যান বাবাজী।

ঘটনা#৩ঃ রাতে বাসায় ফেরার পথে গণভবনের কাছে পেলাম বড় বড় ট্রাকের মিছিল। ইউটার্ন নেব তাই একটি ট্রাকের হেলপাড় কে হাসি দিয়ে বললাম ছোট ভাই ওস্তাদ কে বলো আমার প্রাস্টিকটাকে একটু সাইড দিতে, মাশাআল্লাহ শুধু ওই ট্রাক না আরো একটা সাথে সাইড দিল। ব্যাস Minimum 20 minutes Saved।

My Observation# 16: Remember while giving highest Motivation to the newcomer, the existing and trusted members in your organization are not getting Highest Demotivation”

My Observation# 15: Studying in a very demanding subject, achieving excellent GPA is enough for getting your dream job? Sorry but to mention NO! It is good to see on CV or in Academic credentials. A reality is if you cannot impress by your attitude or behavior or even by your tone all your credits goes to vain. Very silly matters become big issues during the interviewing time. You must have soft skills, knowledge and be presentable which cost nothing but your care. I have seen many deserved candidates even couldn’t get the second call from interview board for opening their voice.

My Observation# 14: If you are true in heart, honest in your work, decent in your style, and have patience in everything you do and expect. Your creator will take you to the right place. No matter how thorny your way is.

My Observation#13: Maybe you are too good on the stage but remember people will also check how good you are on backstage.

My Observation#12: I noticed there is a group of us who can just think about work and keeps relation just to fulfill their intention. In business, it is seen everywhere and I do not find wrong for the immediate purpose. But for ensuring long term benefit of your business and personal achievement may be lost forever as you have seen in the movie “Cast Away”

My Observation#11: To most people “Reward” means physical evidence like a crest or medal or a certificate. To me, it can be a simple ” Thank you”. But the majority of people do not do it. They are very reluctant to give it though it cost nothing. Maybe we do not want to appreciate or recognize good work. But we must have the mentality. It inspires good work. Motivate someone to do good or think good. Even to do more. Shall we practice from now?

My Observation #10: How far you will go will be decided by your behavior. No matter how much power and wealth you have, it can be vanished by your negative attitude, Ego, and behavior. It is more dangerous than some people don’t know or understand their problems in behavior.

My Observation #9: Customer service excellence starts with Greetings. And the word greeting is not reserved for outside customers only. 99% (Maybe) organizations and peoples intentionally or unintentionally forget this universal truth.

My Observation #8: Champions should always speak and act like a champion so that young can follow. Shouldn’t it be like this?

My Observation #7: It is a little hard finding that while we need someone we behave in friendly. But when the person expects help then we behave so rudely or different way. It is unethical but in practice. So limit your expectation, you will be happy.

My Observation #6: Your personality and attitude will set others’ behavior towards you. If you fail to define yourself then please don’t blame others for their behaviors.

My Observation #5: It is not possible to keep you out of focus if you have a strong focus on your goal.

My Observation #4: We talk about patriotism and good work but when action is required we become reluctant. The effort shouldn’t be held here. We have honesty, decency, sincerity and intention to work, there will be nothing called impossible in life for good work.

My Observation #3: If you desire anything with good cause people never regret you. But remember if people can smell anything fishy behind it, the door will be closed forever.

My Observation#2: Never judge every people by their faces. You may not know someday you will see another face that doesn’t match with made up one.

My observation# 1: Too much realistic and too much emotional person can never go far to achieve their dream. Balance in life is important. [খুব বেশী বাস্তবসম্মত এবং খুব আবেগপ্রবণ ব্যক্তি তাদের স্বপ্ন অর্জন পর্যন্ত যেতে পারে না . জীবনের ভারসাম্য গুরুত্বপূর্ণ.]

Comments are closed.